কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিশাল ক্রোধ ও শ্রীলঙ্কা

সামাজিক যোগাযোগ মাধ্যমে আকস্মিক মরু ঝড়। নিজের ব্যক্তিগত ঘটনা-দুর্ঘটনা উধাও, উধাও বাংলাদেশের দুর্গতি আর তেল না পাওয়ার খেদ। এখন শুধু শ্রীলঙ্কা, শুধু শ্রীলঙ্কা। আমরা ছেলে বেলায় বলতাম ‘সিন্ধুর টিপ সিংহল দ্বীপ’। যে দ্বীপ হেলায় বাঙালি বিজয় সিংহ জয় করেছিলেন, নিয়ে গিয়েছিলেন বোধি বৃক্ষের চারা। সেই দ্বীপের মানুষজন হয়ে গেলেন বৌদ্ধ।

গত এক সপ্তাহ ছিলাম চাঁদপুরে নিজের গ্রামের বাড়িতে, রাজশাহীতে গণহত্যা জাদুঘরের এক গবেষণা প্রশিক্ষণে, ছিলাম ঢাকায়। নানা পেশার নানা বয়সের মানুষজন, গাড়ির চালক থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনেকের সঙ্গে কথা হয়েছে। এক গাড়ির চালক চওড়া হাসি হেসে বললেন, দেখেছেন স্যার, কীভাবে এক সংসদ সদস্য অর্ন্তবাস পড়ে দৌড়াচ্ছেন। নওগাঁর এক যুবক বললেন, এক এমপি এমন দৌড়ালো যে ঝাঁপিয়ে পড়ল নদীতে। রাজশাহী শহরের এক সাংবাদিক বললেন, দিয়েছে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন। প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, ভাবুন একবার ব্যাপারটা। ঢাকার একজন বললেন, মেয়ে জামাই, লোক লস্কর নিয়ে আমাদের পয়সায় মন্ত্রী জেনিভা যায় স্যার, তার ফেসবুক নাই? গোতাবায়ার বাড়ি, পারিবারিক জাদুঘর সব তছনছ স্যার, তার মূর্তি উপড়ে ফেলেছে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন