ব্যাহত হতে পারে আইটি শিল্পের বিকাশমান গতি
প্রথম আলো
প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৯:৩৩
সরকারের এসপায়ার টু ইনোভেটকে (এটুআই) এজেন্সি টু ইনোভেশন করা হচ্ছে। গত মার্চের শেষে এ বিষয়ে একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এই খসড়া নিয়ে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, এটুআই সরাসরি ব্যবসায়িক উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করলে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিশিল্পের বিকাশমান গতি ব্যাহত হবে।
একই সঙ্গে এটুআই সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিপক্ষ হয়ে উঠবে। তবে আইসিটি বিভাগ বলছে, এজেন্সি বা সংস্থা হলে বেসরকারি খাতের ব্যবসার সুযোগ আরও বাড়বে।