You have reached your daily news limit

Please log in to continue


Shilpa Shetty: একঘেয়েমি কাটাতে নেটমাধ্যম থেকে সরে গেলেন শিল্পা, কার খোঁজে রাজ-পত্নী

পর্ন-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতার, তার পর দাম্পত্যকলহ, তারই মাঝে তাঁকে এবং তাঁর পরিবারকে ঘিরে কুৎসা। সব একা হাতে সামলেছেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টি। তার মধ্যেও দুই সন্তানকে বড় করে তোলা এবং ইনস্টাগ্রামে নিয়মিত ইতিবাচক পোস্ট দেওয়া, অন্যথা হয়নি নায়িকার জীবনে। সেই শিল্পাই কি তবে নেতিবাচক হয়ে পড়ছেন? আর তাই সরে গেলেন নেটমাধ্যম থেকে? সকলকে জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিলেন ‘লাইফ ইন আ মেট্রো’র অভিনেত্রী।

ইনস্টাগ্রামে লিখলেন, ‘খুব একঘেয়ে লাগছে সব কিছু। সবই যেন এক রকমের। তাই কয়েক দিনের জন্য নেটমাধ্যম থেকে দূরে সরছি। যত দিন পর্যন্ত নতুন কোনও অবতার না খুঁজে পাই।’ কোন অবতারের খোঁজ করছেন শিল্পা? তিনি কি তবে নিজেকে বদলে ফেলার ইঙ্গিত দিলেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন