অন্দরের গাছে কম পানি
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২২, ১৩:১৮
প্রকৃতির সান্নিধ্য পেতে বা মনের খোরাক জোগাতে ঘর, বারান্দা বা ছাদে আমরা গাছ লাগাই। কিন্তু শুধু লাগালেই তো হবে না, গাছগুলোকে টিকিয়ে রাখতে চাই প্রয়োজনীয় যত্নআত্তি। ভালোবেসে হয়তো গাছে একসঙ্গে অনেক পানি দিলেন বা প্রতিদিনই পানি দিচ্ছেন, কিন্তু ফলাফল আসছে বিপরীত। গাছ তো সতেজ হচ্ছেই না, উল্টো ডালপালা শুকিয়ে যাচ্ছে। এমন কেন হয়?
‘ইনডোর প্ল্যান্টের যত্নে সতর্ক ও সাবধানী হতে হবে। খুব বেশি পানি নয়, খুব বেশি আলোও নয়। আবার যেসব গাছ ছাদে লাগানো হয়, সেগুলোর পানিনিষ্কাশন ঠিকমতো হচ্ছে কি না, সেটা দেখাও জরুরি। আবার মৌসুমভেদে এর যত্নটাও হবে আলাদা—বর্ষায় এক রকম, শুষ্ক মৌসুমে আরেক রকম,’ বলছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এ এফ এম জামাল উদ্দিন।
- ট্যাগ:
- লাইফ
- গাছ লাগানো
- গাছের যত্ন
- গাছ পরিচর্যা
- অন্দরমহল