তেলের গায়ে আগুন

ঢাকা পোষ্ট রাজন ভট্টাচার্য প্রকাশিত: ১২ মে ২০২২, ১০:১৭

‘সয়াবিন তেলের বাজারে আগুন। দেড় মন ধানেও কেনা সম্ভব হচ্ছে না পাঁচ লিটার সয়াবিন তেল।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তেল নিয়ে এ ধরনের ট্রল চলছে। বৈশাখের মৌসুমে ধানের দাম কম। প্রতি মন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। তাই ধানের দামের সঙ্গে তেলের বাজারের তুলনা করে অনেকেই মনের কষ্টের প্রকাশ ঘটাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে!


একজন কৃষক মাথার ঘাম পায়ে ফেলে সার ও কেরোসিনের বাড়তি দামের মুখে বোরো ফসল ঘরে তুলেছেন। কিন্তু তার তো কষ্টের ফসলের দাম পাওয়ার কথা। উল্টো চালের বাজার চড়া। এরমধ্যে একজন কৃষক যদি মনে করেন একসঙ্গে মাসের বাজেট হিসাব করে পাঁচ লিটার সয়াবিন তেল কিনবেন; তাহলে তাকে দেড় মনের বেশি ধান বিক্রি করতে দিতে হচ্ছে! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও