স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলির অভিযোগে এলডিপি মহাসচিব গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গুলি করার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে কুমিল্লার চান্দিনায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটায় চান্দিনা পৌর ভবন-সংলগ্ন চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ এর সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, রেদোয়ান নিজ গাড়িতে বসে নিজের পিস্তল দিয়ে গুলি করেন।
অভিযোগ প্রসঙ্গে রেদোয়ান আহমেদ সাংবাদিকদেরকে জানান, কলেজে এলডিপির পূর্বনির্ধারিত অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করে পৌর এলডিপি। এরই মধ্যে কলেজের প্রধান ক্যাম্পাসে ছাত্রলীগকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। তিনি দুপুরে ক্যাম্পাস-২ এর সামনে গেলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোকজন তার গাড়িতে হামলা করে।
রেদোয়ান আহমেদ জানান, লাইসেন্স করা শটগান থেকে গুলি চালান আত্মরক্ষার জন্য, এর পরপরই থানায় এসে আশ্রয় নেন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন চান্দিনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য রূপনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম সরকারের ছেলে মাহমুদুল হাসান ওরফে জনি সরকার (২২)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।