অবক্ষয় : সংবাদ, সাংবাদিক না সাংবাদিকতার
এবার বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসের তারিখটা পড়েছিল ঈদের দিন। স্বাভাবিকভাবেই এ সংক্রান্ত খোঁজখবর কিছুটা আবডালে পড়ে গেছে। ৩ মের এ দিনটিকে ঘিরে বরাবরের মতো সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। তাদের ২০২২ সালের গণমাধ্যম সূচক সংক্রান্ত প্রতিবেদনে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম (স্কোর ৩৬.৬৩)। সূচকে শীর্ষ দশটি দেশের ৯টিই ইউরোপ মহাদেশের নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া এবং লিশটেনস্টাইন।
বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ এ অঞ্চলের আফগানিস্তান বা পাকিস্তান শুধু নয়, সবার চেয়ে নিচে। আগের বছর ২০২১ সালের মুক্তগণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২ (স্কোর ৫০.২৯)। সেই হিসাবে এবার বাংলাদেশ এক বছরেই পেছাল ১০ ধাপ। এরও আগে ২০২০ সালে এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। আর ২০১৯ সালে ১৫০তম। এবারের সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো পজিশনে ভারত (১৫০), পাকিস্তান (১৫৭), শ্রীলংকা (১৪৬), আফগানিস্তান (১৫৬), নেপাল (৭৬), মালদ্বীপ (৮৭), ভুটান (৩৩)। অর্থাৎ এই অঞ্চলে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভুটানের।
- ট্যাগ:
- মতামত
- সাংবাদিক
- সাংবাদিকতা
- সামাজিক অবক্ষয়