‘কোনও ভুল করা যাবে না’
শৈশবে বাবাকে দেখে হতে চেয়েছিলেন সফল ব্যবসায়ী। সেটাই হয়েছেন স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রেজওয়ানা খান। প্রযুক্তি ও সফটওয়্যার খাতের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সাইবার সচেতনতা নিয়েও কাজ করছেন।
বিদেশ থেকে উচ্চতর ডিগ্রিও নিয়েছেন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডাব্লিউআইটি) সাধারণ সম্পাদক রেজওয়ানা খান। উদ্যোক্তা হওয়ার আগে চাকরিও করেছেন। ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক। প্রযুক্তি খাতে নারীর কল্যাণে কাজ করাই এখন তার লক্ষ্য। তিনি চান নারীরা আরও বেশি প্রযুক্তি পেশায় আসুক।
রেজওয়ানা খান: সবসময় একটা জিনিসই ভেবেছি— আমি যে বিষয় নিয়ে পড়ালেখা করবো, সেটা নিয়েই উদ্যোক্তা হবো। অনেকে পড়ালেখা করেন এক বিষয়ে, চাকরি বা ব্যবসা করেন অন্য বিষয়ে। এটাকে আমি ইনজাস্টিজ মনে করি। আমি পড়েছি টেকনোলজি নিয়ে। এ কারণে টেকনোলজি উদ্যোক্তা হয়েছি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নারী উদ্যোক্তা
- প্রযুক্তি খাত