You have reached your daily news limit

Please log in to continue


যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক।

শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুর এলেঙ্গা মহাসড়কের অবস্থাও ভালো। পরিবহনগুলো নিবির্ঘ্নে চলাচল করছে। সড়কে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

তিনি বলেন,অতিরিক্ত ভাড়া না নেওয়া জন্য বাস মালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

‘‘যেসকল পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিট্রেট আছে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়া কথা অস্বীকার করলেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অভিযোগ যেহেতু আসছে তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন