কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আয়কর নীতির ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?

বাংলা ট্রিবিউন মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ২০:২৫

বৈশ্বিক অর্থনীতির নেতিবাচক দিক মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাগরিকদের জীবন-মানের উন্নয়ন, মৌলিক অধিকার নিশ্চিত করা বিশ্বের প্রায় সব দেশের জন্যই এখন কঠিন সময়। চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব। সব মিলিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ববাসী। চ্যালেঞ্জগুলো যেমন বাস্তবতা, তেমনি সুযোগগুলোও অর্জন অসাধ্য নয়। প্রয়োজন শুধু সুযোগগুলোকে খপ করে ধরে কৌশল খাটিয়ে নিজেদের আয়ত্তে নিয়ে আনার চেষ্টা করে যাওয়া। আবার কৌশলী না হলে শ্রীলঙ্কার পরিণতি অনেক দেশের জন্য নির্ধারিত হয়ে যাওয়া উড়িয়ে দেওয়া যায় না। গলার জোরে বা অন্ধের আলো দেখার স্বপ্নের মতো অনেকে অনেক স্বপ্ন দেখতে পারেন। কিন্তু বাস্তবতা বড় বেশি বেদনার এবং নাগরিকদের বিপথগামী করতে পারে!


কিন্তু কৌশলী হওয়ার জন্য শুধু সরকারকে কয়েদির কাঠগোড়ায় দাঁড় করানোর সংস্কৃতি থেকে বের হয়ে জাতীয়ভাবে আমাদের আর্থিক ব্যবস্থাপনার মান উন্নয়নের নিকে নজর দেওয়া জরুরি। এই ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু অত্যাবশ্যকীয় নাগরিক সেবাগুলো প্রদান, বৃহৎ পরিসরে উন্নয়ন, ৮ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে জাতীয় এবং স্থানীয় উন্নয়নের সংযোগ স্থাপন, একই সঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অভ্যন্তরীণ সম্পদ কার্যকরভাবে বৃদ্ধির ক্ষেত্রে কর ব্যবস্থা একটি মৌলিক ভূমিকা পালন করে থাকে। একইভাবে রাজস্ব আহরণ করা ছাড়া উল্লেখিত খাতের অর্জনগুলোও সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও