ট্রেনের টিকিট পেতে যাত্রীদের কী রকম বিড়ম্বনায় পড়তে হয়- এ আর নতুন করে বলার কিছু নেই। যাত্রীদের এই বিড়ম্বনা আরও প্রকট হয় ঈদের সময়। এবারও এর ব্যত্যয় ঘটেনি। বৃহস্পতিবার সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা টিকিট না পেলেও 'ক্ষমতাধররা' তদবিরের জোরে টিকিট পেয়েছেন অনায়াসে। সমকালে যে চিত্র উঠে এসেছে, তাকে সহজেই প্রতীয়মান, অনিয়ম কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। এমন প্রক্রিয়ায় টিকিট ক্ষমতাবানদের হাতে চলে যাওয়ায় খোদ রেলের কর্মকর্তারাও তাদের কোটায় টিকিট পাননি! মন্ত্রীর কাছে টিকিটের তদবির আসছে তার একান্ত সহকারী সচিবের মাধ্যমে।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব এই অভিযোগ অস্বীকার করলেও বাস্তবতা কত কঠিন; এর সাক্ষ্য মিলছে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু না হতেই সংবাদমাধ্যমে উঠে আসা প্রতিবেদনগুলোতে। ২৫ এপ্রিল রেলমন্ত্রী ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর স্টেশনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, যাত্রীদের ভোগান্তি লাঘবে কিছুই করার নেই।