ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র তাপসের মামলা

ডেইলি স্টার নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৮:১১

ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় মেয়র তাপসকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।


আজ বৃহস্পতিবার মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম কবির শাহবাগ থানায় এ মামলা করেন।


শাহবাগ থানার উপ-পরিদর্শক কমল সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, 'নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় ফেসবুকে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় ২ জনের নাম উল্লেখ করে মেয়র তাপসের ব্যক্তিগত সহকারী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।'


মামলার এজাহারে বলা হয়েছে, তাজউদ্দিন রহমান রাসেল ও মো. রাকিবুর রহমান ফাহিম নামে দুটি ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস এবং আইনিউজবিডি ডট কম নামে দুটি ফেসবুক পেইজের ভিডিও শেয়ার করা হয়, যেটি ছিল 'আপত্তিকর ও মানহানিকর, মিথ্যা বক্তব্য সম্বলিত'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও