রমজান ও প্রতিবেশীর সাথে সদাচরণ
আল্লাহতায়ালা আমাদেরকে পবিত্র মাহে রমজানের নাজাতের দশকের রোজা রাখার সৌভাগ্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। রমজান আমাদেরকে প্রতিবেশির সাথে উত্তম আচরণ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু রমজানেই সীমাবদ্ধ নয় বরং বছর জুড়ে তা অব্যাহত রাখার নির্দেশ রয়েছে। আমরা ক’জন এমন আছি যারা রমজান বা অন্য সময় আমাদের প্রতিবেশির খোঁজ রাখি? নিজের পরিবারের জন্য অপ্রয়োজনীয় খরচ করছি ঠিকই কিন্তু আমার প্রতিবেশি যে না খেয়ে রাত্রি যাপন করছে তার খেয়াল রাখার সময় কি আমার আছে?
এইতো দু’দিন আগে একটি জাতীয় দৈনিকের একটি সংবাদ পড়ে চোখের অশ্রু ধরে রাখা সম্ভব হয়নি। সংবাদের শিরোনামটি এমন ছিল ‘প্রতিবেশিদের বাড়িতে গিয়ে খাবার চায় শিশু দুটি, তাই শিকলে বেঁধে রাখছেন মা–বাবা।’ জানা যায়, ‘দরিদ্র ওই পরিবারের সদস্যদের অনাহারে–অর্ধাহারে দিন কাটে। ক্ষুধার জ্বালায় সুমন ও সিমন বিভিন্ন সময়ে প্রতিবেশিদের বাড়িতে গিয়ে খাবার চায়, কখনোবা গোপনে গাছের ফল ছিঁড়ে নিয়ে আসে। এসব কারণে প্রতিবেশিদের কথা শুনতে হয় তাঁদের মা–বাবাকে। তাই সুমনকে ছয় মাস ধরে এবং সিমনকে ১৫ দিন ধরে ঝুপড়ির উঠানে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন মা–বাবা।’