শাক কুড়িয়ে চাল কিনতে চাওয়া অরিয়ান আর টিসিবির লাইনের গল্প
এই পবিত্র রমজানে আমরা যখন সবাই সাহ্রি আর ইফতারে কী খাব তা নিয়ে ব্যস্ত, নতুন কোন পদ রান্না করা যায়, সেটি নিয়ে আলাপ করছি পরিচিতজনদের সঙ্গে, তখন ছোট্ট শিশু আরিয়ান দেখছে তার অসুস্থ মা দিনের পর দিন ইফতার করছেন শুধু পানি দিয়ে। মা-ছেলের সংসারের সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো খাবারটিই এখন পানি। কিন্তু কেবল পানি দিয়ে তো আর দিন চলে না। পাঁচ বছরের ছোট্ট আরিয়ান তাই নিজেই বেরিয়ে গেছে শাক কুড়িয়ে বিক্রি করে মায়ের জন্য চাল কিনে আনবে বলে।
কুড়ানো শাক বিক্রি করে ৮০ টাকা পেয়েছিল আরিয়ান। পাশে মেলা চলতে দেখে শাক বিক্রি করে পাওয়া ৮০ টাকা সে খরচ করে ফেলেছে মায়ের জন্য চামচ আর একটা প্লাস্টিকের কৌটা কিনে। তার কাছে তখন আছে কেবল দুই আঁটি শাক।