পছন্দের কাজ ও বেতন মিলছে না, চাকরির চেষ্টায় নেই ৪৫ কোটি ভারতীয়
ভারতের কোটি কোটি তরুণ পছন্দের কাজ ও বেতন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। আর নারী চাকরি প্রার্থীদের ক্ষেত্রে হতাশার পরিমাণ সবচেয়ে বেশি।
দেশটির এক বেসরকারি সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
মুম্বাইয়ের গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট লিমিটেডে’র প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে সামগ্রিক শ্রমে অংশগ্রহণের হার ৪৬ শতাংশ থেকে কমে ৪০ শতাংশে এসেছে। আর প্রায় ২ কোটি ১০ লাখ নারী কর্মসংস্থানের বাইরে আছেন।