হাওরাঞ্চলে ফসলহানি নিয়তি হতে পারে না
হাওরে ফসল রক্ষার বিষয়টি কি সৌভাগ্য-দুর্ভাগ্য কিংবা নিয়তিনির্ভর হয়ে পড়েছে? প্রাকৃতিক বিপর্যয়ের ওপর মানুষের হাত নেই সত্য; কিন্তু দায়িত্বশীলদের দায়িত্বহীনতা, কারও কারোর অনিয়ম-দুর্নীতি কিংবা স্বেচ্ছাচারিতার কারণে সৃষ্ট বিপর্যয়ের তো প্রতিবিধান নিশ্চিত করা সম্ভব।
আমরা দেখছি, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলার প্রায় সাড়ে আট লাখ হেক্টরজুড়ে বিস্তীর্ণ হাওরাঞ্চল যেমন প্রাকৃতিক সম্পদে ভরপুর, তেমনি তা জীববৈচিত্র্যেরও আধার। মুখ্যত সময়ের কাজ সময়ে করতে না পারার কারণে এবং পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্নিষ্ট দায়িত্বশীল মহলের ব্যর্থতা এবং অনেকেরই স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির চরম মূল্য দিতে হচ্ছে হাওরের কৃষককে তাদের মেরুদণ্ড ভেঙে।