You have reached your daily news limit

Please log in to continue


মৌলভীবাজারে নতুন ঘরে ঈদ করবে ৪৯৫ পরিবার

সাবের মিয়া (৫০) এতদিন অন্যের জমিতে ছোট একটি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। এখন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় নিজের একটি ঠিকানা পেয়েছেন তিনি।

সম্প্রতি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরের সামনে রান্নাঘর তৈরিতে ব্যস্ত থাকতে দেখা গেল সাবের মিয়াকে। জানালেন, তার মতো আশপাশের অন্য যারা উপহারের ঘর পেয়েছেন, তাদের রান্নাঘর তৈরির কাজ এরমধ্যে শেষ হয়েছে। তবে হাতে নগদ অর্থ না থাকায় তারটা শুরু করতে খানিকটা বিলম্ব হয়েছে।

এই কথোপকথনের সময় সন্তুষ্টির আভা চোখে পড়ে দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে চলা সাবেরের চোখে-মুখে। বলেন, 'জীবনে কোনোদিন ভাবিনি পাকা বাড়ি হবে। অনেক ভালো লাগছে। নিশ্চিন্ত বোধ করছি। এবার নতুন ঘরেই ঈদ করব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন