কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সরকার উৎখাতে বিরোধীদের আন্দোলনের ছক

www.ajkerpatrika.com ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৯:২৪

শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ‘অগণতান্ত্রিক’, ‘ফ্যাসিস্ট’ ও ‘দানব’ সরকার হিসেবে সব সময় আখ্যায়িত করে আসছে। সম্প্রতি এসব দল ঈদের পর সরকারকে পদচ্যুত করার লক্ষ্যে আন্দোলন সংগঠিত করার বিভিন্ন ছক কষছে বলে তাদের নেতাদের বক্তৃতা ও সাক্ষাৎকার থেকে জানা যাচ্ছে।


এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং অন্যান্য দলকে কীভাবে সংগঠিত করতে হবে, আন্দোলন-সংগ্রাম, নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী সরকারের ধারণাও দিয়েছেন বলে নেতাদের বক্তব্য থেকে জানা যাচ্ছে।


তারেক রহমান আন্দোলনরত দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনেরও পরিকল্পনা করছেন বলে জানানো হয়েছে। এরই মধ্যে বিএনপি তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে দলের সম্মেলন, নতুন নেতৃত্ব গঠনের দিকে মনোনিবেশ করেছে। আগামী জুনের মধ্যে সম্মেলন শেষে শক্তিশালী ‘বৃহত্তর দল’ গঠিত হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পত্রিকাকে জানিয়েছেন। বিএনপি এখন সংগঠন গোছাতে ব্যস্ত। তাদের দৌড়ঝাঁপ এবং ব্যস্ততা দেখে এটি বোঝা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও