কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিউমার্কেটের সংঘর্ষ: সব পক্ষের দায়িত্বশীলতা কাম্য

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৯:২০

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় দু'জনের মৃত্যু প্রমাণ করছে- তুচ্ছ ঘটনার মাশুল কতটা ভয়াবহ হতে পারে। সোম ও মঙ্গলবারের ঘটনার পর সেখানে পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও এত বড় ঘটনা কেন ঘটল, তা খুঁজে বের করা জরুরি। বৃহস্পতিবার সমকালের শীর্ষ প্রতিবেদন অনুসারে, উত্তেজনায় কারা ঘি ঢেলেছে তাদের খুঁজছে গোয়েন্দা সংস্থা। বস্তুত এ ঘটনায় খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে, তাও তদন্ত করা প্রয়োজন।



পরিস্থিতি আঁচ করেও পুলিশের নিষ্ফ্ক্রিয় থাকার অভিযোগ গুরুতর বলেই আমরা মনে করি। প্রায় সব সূত্রই নিশ্চিত করছে, সোমবার রাতে নিউমার্কেটেরই দুই দোকান কর্মচারীর মধ্যকার দ্বন্দ্বে ঢাকা কলেজের শিক্ষার্থীদের জড়ানো হয়। সোমবার রাতেই যেভাবে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়, তার প্রভাব পরদিনও যে পড়তে পারে- তা আইনশৃঙ্খলা বাহিনীর অজানা থাকার কথা নয়। আগের রাতের সংঘর্ষ বন্ধে পুলিশ ভূমিকা রাখলেও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কেন নিষ্ফ্ক্রিয় ছিল? আমরা জানি, ওই এলাকায় নিউমার্কেট থানা যেমন রয়েছে, তেমনি নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরিতে দুটি পুলিশ বক্সও আছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও