বটমূলে বোমা হামলা, শফিকুরের গ্রেফতার ও সংস্কৃতির বিকাশ
পহেলা বৈশাখ আবহমান কৃষি ও সমাজ জীবনাচরণের এই প্রারম্ভ দিন ধারণ করে আছে আমাদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির নিজস্বতার জগৎ। তাই বৈশাখ বরণ বাংলার প্রাণের উৎসব।
এই উৎসব কালক্রমে আনন্দ উদযাপন ও চিরায়ত চর্চায় ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সর্বজনীন উপলক্ষ হয়ে উঠেছে যেমন; তেমনি ক্রমাগত সাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে এই উৎসব আজ অবিনাশী প্রতিজ্ঞায় মিলিত হওয়ার কেন্দ্র। বিশ্বমঞ্চে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা বাঙালি জাতির অনন্য প্রতীক।