সময়ের পরিক্রমায় বছর ঘুরে আবার এসেছে পহেলা বৈশাখ। নতুন বঙ্গাব্দ ১৪২৯ এবার এসেছে অনেকটা স্বাভাবিক পরিবেশে। গত দুই বছর করোনা মহামারির কারণে বাঙালির সর্বজনীন এ উৎসব আয়োজনে ভাটা পড়লেও এ বছর স্বাভাবিক সময়ের মতোই বর্ষবরণ হচ্ছে। বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজন রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান দুই বছর পর স্বমহিমায় ফিরে এসেছে।
বৈশাখের প্রথম সূর্যোদয়কালের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৬৭ সালে। সে রীতি আজও চলছে। শুধু ১৯৭১ সালে বিরূপ পরিস্থিতির কারণে তা অনুষ্ঠিত হয়নি; তবে ২০০১ সালে এ অনুষ্ঠানে জঙ্গিরা ভয়াবহ বোমা হামলা করলেও অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়েনি। কিন্তু গত দুই বছর করোনা সংক্রমণের তীব্রতায় বটমূলের অনুষ্ঠান হতে পারেনি।
পাশাপাশি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রাও চেনা রূপে ফিরেছে। এর বাইরেও পহেলা বৈশাখের উৎসব এখন গ্রাম-গঞ্জ-শহর সর্বত্র ব্যাপক মাত্রায় দৃশ্যমান। বিভিন্ন এলাকায় যেমন বৈশাখী মেলা বসে, তেমনি সামাজিক-সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে বৈশাখ বরণে নতুন প্রাণের উচ্ছ্বাস দেখা যায়।