কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাহজালালে তৃতীয় টার্মিনালের অগ্রগতি ৩৪ শতাংশ

ঢাকা টাইমস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১৪:৩১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে খানিকটা এগিয়ে রয়েছে। এরই মধ্যে কাজের অগ্রগতি ৩৪ শতাংশ অতিক্রম করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সেই সঙ্গে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে মাসে এটি চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।


সোমবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।


মাহবুব আলী বলেন, ‘করোনার সময়ের মধ্যেও এই বিমানবন্দরের কাজ একদিনের জন্য থেমে থাকেনি। বিমানবন্দরের কাজ নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে খানিকটা এগিয়ে রয়েছে। এরই মধ্যে কাজের অগ্রগতি ৩৪ শতাংশ অতিক্রম করেছে। তা লক্ষ্যমাত্রার চেয়ে এক শতাংশের বেশি। আমরা আশা করি আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে এই টার্মিনাল চালু হবে। তখন হয়তো কিছু কাজ বাকি থাকবে, কিন্তু মূল কার্যক্রম আমরা শুরু করতে পারব।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও