বিভিন্ন দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে দুদকে চিঠি দেবে বিএনপি
এনটিভি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ১২:৫০
সরকারি দলের দুর্নীতির তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেবে বিএনপি। তবে, এখনই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করছে না দলটি।
আজ সোমবার সকালে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দুর্নীতি ভয়াবহ রূপ নিয়েছে। একে প্রতিহত করতে হবে।’
‘সরকারের সক্রিয় যোগসাজসের মধ্য দিয়ে এ দুর্নীতিগুলো সংগঠিত হচ্ছে’ মন্তব্য করে ফখরুল বলেন, ‘আমরা আশা করছি, জনমত গড়ে তুলে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমরা আশা করব—আমরা যে সব বিষয়গুলো বলেছি, তার সুষ্ঠু তদন্ত করে দুদক জাতির সামনে তুলে ধরবে। এরপর প্রয়োজনীয় আইনানুগ যে ব্যবস্থা আছে, তা তারা গ্রহণ করবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে