আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের কয়েকটি দলে ভাগ হয়ে শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা গেছে। তাঁরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল তাঁরা সড়ক ছাড়বেন।
সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড় বন্ধ করে আন্দোলনকারীরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে স্লোগান দিচ্ছেন। তাঁদের সবার স্লোগানের মূল বিষয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।
শাহবাগ চত্বরে বিজ্ঞাপন বোর্ডের নিচে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা। এ ছাড়া ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের নেতা–কর্মী ও সমর্থকেরাও আলাদা আলাদাভাবে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। সেখানে মুফতি জসিম উদ্দিন রাহমানী ও তাঁর কিছু অনুসারীকেও অবস্থান নিতে দেখা গেছে। তাঁরাও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।