আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জমায়েত মঞ্চের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

প্রথম আলো প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১৩:৩৯

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে জমায়েত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।


আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে গিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তাঁরা।


আন্দোলনকারীরা জানিয়েছেন, মঞ্চের সামনেই তাঁরা জুমার নামাজ আদায় করবেন। মঞ্চ থেকে এর মধ্যে আজান দেওয়া হয়েছে।


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েত করার ঘোষণার পরপরই মঞ্চ তৈরির কাজ শুরু হয়।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার পশ্চিম পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। সকাল ১০টার দিকে সরেজমিন দেখা যায়, পাঁচটি পিকআপ ভ্যান একত্র করে মঞ্চ তৈরি করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও