যানজটে স্থবির ঢাকা : সমাধান কোথায়?
‘লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে’—ছোটবেলায় এই কথাটা শোনেনি এমন মানুষ নেই বললেই চলে। সে হিসেবে, রাজধানী ঢাকার মানুষেরা এত বেশি লেখাপড়া করেছে যে, আজকাল তাদের বেশিরভাগ সময় গাড়ির মধ্যেই বসে থাকতে হয়; যার প্রধান কারণ হলো অসহনীয় যানজট।
পৃথিবীর অনেক দেশেই যানজট বা ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয় কিন্তু সেটা সাধারণত একটা প্যাটার্ন মেনে চলে, যেমন সকালে তিন থেকে চার ঘণ্টা এবং বিকেলে তিন থেকে চার ঘণ্টা। এ সময়ে রাস্তায় যানবাহনের পরিমাণ বেশি থাকে এবং সড়ক ব্যবহারকারীদের সংখ্যার আধিক্যও লক্ষ্য করা যায়।
- ট্যাগ:
- মতামত
- যানজট
- তীব্র যানজট
- যানজটে জীবনজট
- শহরে যানজট