সরকারের সামনে টিকার চ্যালেঞ্জ

সমকাল স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ০৮:২৫

দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। রোগী শনাক্তের হার ও মৃত্যু পর্যায়ক্রমে কমছে। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে আবার সংক্রমণ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস দ্রুতই পৃথিবী থেকে বিদায় নেবে না।
অনেক বিশেষজ্ঞ বলছেন, করোনাভাইরাস কোনো না কোনোভাবে থেকেই যাবে। এটি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বিরতিতে টিকার প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্রের টিকাদান কার্যক্রমে এর সত্যতা মিলেছে।


গত ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) দেশটির ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থা দুটির পক্ষ থেকে প্রথম বুস্টার ডোজের চার মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। এফডিএর পরিচালক (গবেষণা) ডা. পিটার মার্কম জানান, করোনাভাইরাস মোকাবিলায় দ্বিতীয় বুস্টার ডোজ প্রত্যেকের ক্ষমতা বাড়িয়ে দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও