কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার বিপদ শেষে কলেরার আপদ

দৈনিক আমাদের সময় মোস্তফা কামাল প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৪:২০

মাসখানেক ধরে মাঝে মধ্যেই করোনায় মৃত্যুশূন্য দিন পাচ্ছে বাংলাদেশ। আনুষ্ঠানিক বা ঘোষণা না হলেও মহামারীটি গুডবাই দিয়েছে বলে আশাবাদ অনেকের। অথবা করোনা গুডবাই না দিলেও জাতি মানসিকভাবে করোনাকে গুডবাই জানাতে তেমন বাকি নেই। অহরহ এর ভাবনমুনা পথেঘাটে, হাটবাজারে, যানবাহনে, বিভিন্ন প্রতিষ্ঠানে। এ রকম অবস্থায় নিঃশব্দে ভর করেছে ডায়রিয়া। গণমাধ্যমে এ নিয়ে খোঁজখবর কম। বলতেই হচ্ছে, ভ্যালুদৃষ্টে নিউজটির ট্রিটমেন্ট দুর্বল।


হঠাৎ জেঁকে বসা ডায়রিয়ার তথ্য জানছেন কেবল ভুক্তভোগী ও স্বজনরা। এমনিতেই ঢাকার মহাখালীতে কলেরা হাসপাতাল নামে পরিচিত এ চিকিৎসাকেন্দ্রটিতে ২৪ ঘণ্টাই চিকিৎসা চলে। আসলে এটি ¯্রফে হাসপাতাল নয়। এটি একটি গবেষণাকেন্দ্র। তাও স্থানীয় নয়, আন্তর্জাতিক। পুরো নাম আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ। সংক্ষেপে আইসিডিডিআর,বি। সপ্তাহদুয়েক ধরে আইসিডিডিআর,বিতে রোগী ঠাঁই দেওয়া কঠিন হচ্ছে। প্রতিদিন ভর্তি হচ্ছে প্রায় ১২-১৩শ রোগী। রোগীর চাপ সামলাতে আইসিডিডিআর,বি প্রাঙ্গণে তাঁবু টানানো হয়েছে। রোগীরা সবাই ঢাকা বা রাজধানীর নয়। তাদের মধ্যে অনেকে ঢাকার আশপাশের নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, জয়দেবপুরের। চট্টগ্রাম থেকেও রোগী আসছে রাজধানীর মহাখালীর এ হাসপাতাল বা গবেষণাকেন্দ্রটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও