কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রীতির বাবা সন্তান হত্যার বিচার চান না কেন?

সমকাল দেবব্রত চক্রবর্তী বিষুষ্ণ প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১০:০৫

গত ২৪ মার্চ ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে দু'জন নিহত হন। একজন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং অন্যজন যানজটে আটকে পড়া রিকশারোহী কলেজছাত্রী সামিয়া আরেফিন প্রীতি।


গুলিবিদ্ধ হন জাহিদুলের গাড়িচালকও। ওই নৃশংসতার মূল টার্গেট যে ছিলেন জাহিদুল ইসলাম টিপু, তা অনুমান করা কঠিন নয়। প্রীতির বাবা বলেছেন, তিনি তার সন্তান হত্যার বিচার চান না। মা-বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারী বোঝা আর কিছু হতে পারে না। সন্তানহারা একজন বাবার এই উচ্চারণ শুধুই কি তার ক্ষোভ ও বেদনার বহিঃপ্রকাশ নাকি জননিরাপত্তা নিশ্চিত করার দায় যাদের কিংবা অপরাধের আইনি প্রতিকারের দায়িত্বের ভার যাদের হাতে, তাদের ওপর অনাস্থার বহিঃপ্রকাশ? মোটাদাগে স্পষ্টতই বোঝা যায়, প্রীতির বাবার বেদনাকাতর উচ্চারণ শেষেরটিরই প্রতিফলন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও