কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাধীনতা পুরস্কার ও মননের উন্নয়ন

সমকাল ড. নাদির জুনাইদ প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১০:১৯

দেশের সাহিত্য অঙ্গনে অপরিচিত একজন ব্যক্তিকে দুই বছর আগে সাহিত্যে 'স্বাধীনতা পুরস্কার'-এর জন্য মনোনীত করা হয়েছিল। ব্যাপক সমালোচনার কারণে সেই মনোনয়ন বাতিল করা হয়। আর চলতি বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য ঘোষিত হয়েছিল আমীর হামজা নামে একজন প্রয়াত ব্যক্তির নাম, যার সাহিত্যকর্মের সঙ্গে দেশের প্রথিতযশা সাহিত্যিক এবং পাঠকরা পরিচিত নন। আবারও শুরু হয় তুমুল সমালোচনা। এর ফলে আবারও বাতিল করা হয়েছে এই মনোনয়ন। দুই বছর পর কি আবারও সাহিত্যিক হিসেবে অপরিচিত এমন কাউকে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করা হবে? মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য যারা নাম নির্বাচন করেন; ২০২০ সালের ঘটনায় তারা লজ্জিত হননি। যে কারণে মাত্র দুই বছর পর একই ঘটনা আবার ঘটেছে। এ বছরের মনোনয়ন বাতিলের ঘটনায় তারা লজ্জা পেয়েছেন কিনা, তা বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। তবে এমন দুই ঘটনায় সহজেই বোঝা যায়- আমাদের দেশে এখন দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তির কাছে চিন্তাশীলতা অনুধাবন এবং চর্চা করার দায়িত্বের কোনো গুরুত্ব নেই।


দ্রুতগতির ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তি, অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন, ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্রভৃতি দিক সম্পর্কে যত আগ্রহ নিয়ে ইদানীং কথা বলা হয় আমাদের দেশে; সমাজে চিন্তা আর রুচির উন্নয়ন ঘটছে কিনা, সে সম্পর্কে কি তেমন আগ্রহ নিয়ে আলোচনা করা হয়? চিন্তার উন্নতি না ঘটলে বিবেচনা শক্তি তৈরি হয় না। আর বুদ্ধিশূন্য এবং রুচিহীন মানুষের সংখ্যা বাড়তে থাকলে অর্থনৈতিক উন্নয়নও হয়ে পড়ে অর্থহীন। তা সমাজের প্রকৃত কল্যাণ ঘটাতে পারে না। এই কথাগুলো কি আমাদের সমাজে বর্তমান সময়ে অনেকে অনুধাবন করেন? সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা' (১৯৬২) ছবির একটি দৃশ্যে দেখা যায় পাঁচটি কোম্পানির মালিক রায়বাহাদুর ইন্দ্রনাথ চৌধুরী আর তার শ্যালক জগদীশকে। জগদীশ একজন পাখিপ্রেমী। বই খুলে দুর্লভ একটি পাখি সম্পর্কে সেখানে কী লেখা আছে তা যখন তিনি ইন্দ্রনাথকে দেখান; সমাজের প্রভাবশালী ব্যক্তি ইন্দ্রনাথ মন্তব্য করেন, 'রোস্ট হয়? বলি রোস্ট করে খাওয়া যায়? তা না হলে এই পাখিতে আমার কোনো ইন্টারেস্ট নেই।' একই পরিচালকের 'প্রতিদ্বন্দ্বী' (১৯৭০) ছবির মূল চরিত্র সিদ্ধার্থ তার শৈশবে একদিন শুনেছিল এক পাখির সুমধুর ডাক। কলকাতার বর্তমান পরিবেশে হতাশ সিদ্ধার্থ খুঁজতে থাকে সেই পাখিটি। বন্ধু আদিনাথকে একদিন সে জিজ্ঞেস করে, নিউমার্কেটে পাখি পাওয়া যায়? মেডিকেল কলেজের ছাত্র আদিনাথ উত্তর দেয়, 'পাখি? মানে মুরগি?'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও