কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সড়কে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনে নজর দিতে হবে: আতিক

জাগো নিউজ ২৪ ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয় প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১৯:২৯

নগরবাসীর পরিবহন সেবা আরও সুশৃঙ্খল করতে সড়কে ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনে নজর দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।


মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সভা শেষে কমিটি সদস্য মেয়র আতিকুল সাংবাদিকদের বলেন, বাস রুট রেশনালাইজেশনের আওতায় শহরের সব রুটে কীভাবে দ্রুত বাস সেবা দেওয়া যায়, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহনের মান ও সেবার উন্নয়নে আমরা আরও বেশি নজর দিচ্ছি।


ঢাকার দুই-তৃতীয়াংশ মানুষের বাহন বাস উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, সমীক্ষায় দেখা গেছে ঢাকা শহরের ৬২ শতাংশ মানুষ বাস সার্ভিস সেবার ওপর নির্ভর করে। তাই বাস সেবা সঠিকভাবে পরিচালনা করতে পারলে ট্রাফিক সিস্টেমে বড় পরিবর্তন আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও