অর্ধযুগ হয়ে গেল দিতি নেই

ঢাকা টাইমস প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ১৬:১৮

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি যেমন নায়িকা হিসেবে সফল ছিলেন, তেমনি সিনিয়র চরিত্রেও তার অভিনয় এখনো দর্শক হৃদয়ে দাগ কেটে আছে। ২০১৬ সালের ২০ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। মায়াবী চেহারার অধিকারিণী সেই অভিনেত্রীর আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।


১৯৬৫ সালের ৩১ মার্চ দিতি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। শৈশবে গায়িকা হওয়ার ইচ্ছা ছিল তার। সে জন্য নিয়মিত গানের চর্চাও করতেন। গান গেয়ে জাতীয় পর্যায়ের পুরস্কারও লাভ করেছিলেন দিতি। এর সুবাদে তিনি বিটিভিতে গান করার সুযোগ পান। সেখান থেকে অভিনেতা আল মনসুরের নজরে আসেন। তিনিই দিতিকে নাটকে অভিনয়ের কথা বলেন এবং ‘লাইলি মজনু’ নাটকে অভিনয়ের সুযোগ করে দেন।


এই নাটকে দিতির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। তবে তার পরিবার অভিনয়ে বাধা দেয়। কিন্তু মনের ভেতর থেকে অভিনয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হয় দিতির। কিছু দিন পরেই তিনি ‘ইমিটেশন’ নামক নাটকে অভিনয় করেন। তারপর ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় আসেন দিতি।


প্রয়াত এই অভিনেত্রীর প্রথম সিনেমা উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল ‘আমিই ওস্তাদ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও