কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৈশ্বিক পরিস্থিতি-মানবাধিকার ইস্যুতে এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ১৩:১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাস্তবতায় গণতন্ত্র এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের হুমকি মোকাবেলায় বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এমনটিই বলেছেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।


আজ রবিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অষ্টম অংশীদারি সংলাপে এসব কথা বলেন ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিশ্ব পরিস্থিতি-মানবাধিকার ইস্যুতে এক সঙ্গে কাজ করবে দুই দেশ।  


এর আগে রবিবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অষ্টম অংশীদারি সংলাপ শুরু হয়। আজকের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও