কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগামী প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে...

www.ajkerpatrika.com ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ১৬:১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিভীষিকা এখন শিশু হত্যায় রূপ নিয়েছে। যুদ্ধের প্রধান কুশীলবরা ভয়ংকর এ যুদ্ধের কৌশল পরিবর্তন করেই চলেছেন। ইউক্রেনের চিকিৎসা শহর খারকিভের সাধারণ হাসপাতালে হামলা চালানোর পর এবার শিশু হাসপাতালকে টার্গেট করে বিমান থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে। তিনটি শিশু হাসপাতাল বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে।


সামরিক-বেসামরিক স্থাপনা ছাড়াও ইউক্রেনের পাঁচটি বড় শহর বেশি আক্রান্ত হয়েছে। রাজধানী কিয়েভ, খারকিভ, সুমি ও মারিউপলের সরকারি-বেসরকারি অফিস, মার্কেট, বসতবাড়ির সিংহভাগ মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। রাস্তায় জমে আছে পরিত্যক্ত অবিস্ফোরিত বোমা, ভাঙাচোরা ভারী জিনিসের স্তূপ। মানুষ জীবন রক্ষার তাগিদে ভয়ে ঘরবাড়ি ছেড়ে পোল্যান্ড, মলদোভা, বেলারুশ, হাঙ্গেরি, রোমানিয়া প্রভৃতি দেশের সীমান্তের দিকে ছুটে পালাচ্ছে। গোলার আঘাতে মুমূর্ষু শিশুদের নিয়ে একটি চিকিৎসা রিলিফ ট্রেন পোল্যান্ডে গিয়েছিল কয়েক দিন আগে। কিন্তু ভয়াবহ আক্রমণ শুরু হলে সেই সাহায্য বন্ধ হয়ে যায়। যুদ্ধাহত শিশুদের ইউক্রেনের বিভিন্ন শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও