যত্নের সঙ্গে শুনুন
আমাদের পঞ্চেন্দ্রিয়ের গুরুত্বপূর্ণ একটি হচ্ছে শ্রবণেন্দ্রিয় বা কান। কান দিয়ে আমরা শুনি অথচ গুরুত্ব দেই কম এবং এই কানে শোনার যত্নের ব্যাপারে বরাবরই আমরা উদাসীন। অথচ এর ফলে বধিরতা পর্যন্ত হতে পারে। কানের যত্ন সবারই নেওয়া উচিত; তবে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের বিশেষ সতর্ক হওয়া দরকার।
বিশ্বে শতকরা পাঁচ ভাগের বেশি মানুষের কোনো না কোনো মাত্রায় শ্রবণহীনতা রয়েছে। সমীক্ষায় দেখা যায়, আমাদের দেশের প্রায় ৯ দশমিক ৬ শতাংশ মানুষ বধিরতায় ভুগে থাকেন। অথচ একটু সচেতন হলেই এড়ানো যায় কানের অনেক রোগ। সচেতনতা হলো যে কোনো রোগ প্রতিরোধের প্রাথমিক পদক্ষেপ। শ্রবণশক্তি হ্রাস রোধ করা এবং বিশ্বজুড়ে শ্রবণশক্তির যত্ন কীভাবে নেওয়া যায়, সে সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয়।