বিএনপির এই মাথা ব্যথা সারাবে কে?
সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চার নির্বাচন কমিশনার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজও শুরু করেছেন। তবে এই কমিশন নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আওয়ামী লীগ এই কমিশনের ওপর আস্থা রাখছে। নতুন ইসি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে বলে সরকার পক্ষ মনে করছে। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা অনুসন্ধান কমিটির কাছে যে ১০ জনের নাম জমা দিয়েছেন তার মধ্য থেকে একজনকেও কমিশনে রাখা হয়নি।
আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি অভ্যাস মতোই কমিশন নিয়ে নিরাসক্ত ভাব দেখিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা একটা বিষয় নিয়েই যে নির্বাচনকালীন সরকারে কারা থাকবে’।