আইন পরিপালন নাকি উদ্যোক্তা তৈরি: কোনটা জরুরি?

বাংলা ট্রিবিউন মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৬

বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় অর্থনীতির মেরুকরণ হচ্ছে নানা দিক দিয়ে। কোভিড-১৯ এর নানা রূপ যেমন ধারণ করছে, তেমনি অর্থনীতিতে প্রতিযোগিতার রূপও পরিবর্তন হচ্ছে নিত্যদিন। দেশে দেশে এমন পরিস্থিতি মোকাবিলায় সরকার, নীতিনির্ধারণী মহল, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, সমাজবিদ, শিক্ষাবিদ, ডাক্তার, বিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষকসহ সব শ্রেণি পেশার মানুষ আছেন, যার যার অবস্থান থেকে কিছু একটা বিহিত করার কাজে ব্যস্ত।


বাংলাদেশের অবস্থানও একই রকম। এখানে অর্থনীতি দৃশ্যমান অবস্থান ভালো হলেও এর অনেক চ্যালেঞ্জ সামনে রয়েছে। শিক্ষা ব্যবস্থার মারাত্মক ক্ষতিপূরণ যেমন কঠিন, তেমনি কঠিন হবে বেকার সমস্যা সমাধান। বছর বছর ২ থেকে আড়াই লাখ শিক্ষিত অথচ অদক্ষ বেকার যোগ হচ্ছে চাকরির বাজারে। এই বাস্তবতা ভবিষ্যতের বাংলাদেশের জন্য মোটেই শুভকর নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করে কর্মমুখী শিক্ষার দিকে দ্রুতগতিতে এগোতে হবে। একই সঙ্গে দক্ষতার সঙ্গে তৈরি করতে হবে যুব সমাজকে। দক্ষতা কেবলই ‘কেরানি কাজে’ দক্ষতা নয়, প্রতিটি যুবককে তৈরি করতে হবে এক একজন সফল উদ্যোক্তা হিসেবে। উদ্যোক্তা তৈরি করতে গেলে যুবকদের উৎসাহ জোগানো যেমন জরুরি, তেমনই আইনের বাধাগুলো চিহ্নিত করা এবং তা দূর করার উদ্যোগ নেওয়া জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও