
বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রতন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রতন মিয়া বগুড়া সদর উপজেলার পালশা গ্রামের শুক্কুর মোহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। তার স্ত্রী শাকিলা খাতুন একই গ্রামের আজাহার আলীর মেয়ে।
২০০২ সালের ২১ জুন শাকিলাকে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের ভাই সারোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছুরিকাঘাত
- ছুরিকাঘাতে হত্যা