You have reached your daily news limit

Please log in to continue


মৌসুমীর তিনটি শেষ দুটি শুরু

গত বছরের শেষদিকে পরপর কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা মৌসুমী। সবই ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রের। যেভাবে সচরাচর আগে দেখা যায়নি তাঁকে। সেপ্টেম্বরে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘ভাঙন’ সিনেমার শুটিং শুরু করেন তিনি। ছিন্নমূল মানুষের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় মৌসুমী একজন চুড়ি বিক্রেতা। তাঁর সঙ্গে আছেন ফজলুর রহমান বাবু ও প্রাণ রায়। এরই মধ্যে ভাঙনের শুটিং শেষ হয়েছে। আজ ও আগামীকাল এ সিনেমার ডাবিং করবেন তিনি।

শুধু ভাঙন নয়, কাছাকাছি সময়ে মৌসুমী শেষ করেছেন আরও দুটি সিনেমার শুটিং। একটি আশুতোষ সুজনের ‘দেশান্তর’, অন্যটি জাহিদ হোসেনের ‘সোনার চর’। নির্মলেন্দু গুণের গল্প নিয়ে তৈরি হয়েছে দেশান্তর। দেশপ্রেম ও নারী জাগরণের গল্প দেখা যাবে এতে। উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রেই আছেন মৌসুমী। ‘দেশান্তর’-এ প্রথমবারের মতো আহমেদ রুবেলের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী। এ ছাড়া আছেন মামুনুর রশীদ, ইয়াশ রোহান ও রোদেলা টাপুর। ‘সোনার চর’ সিনেমাটিও তৈরি হয়েছে প্রান্তিক মানুষের গল্প নিয়ে। এতে মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ওমর সানী ও জায়েদ খান।

এ ছাড়া শিগগির শুরু হতে যাচ্ছে জাহিদ হোসেনের আরও নতুন দুটি সিনেমার কাজ। একটি ‘ছিটমহল’, অন্যটি ‘কানাগলি’। এ দুই সিনেমায় মৌসুমীর সঙ্গে ওমর সানীও অভিনয় করবেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন