![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F92234d97-b54e-4525-b4b0-8d09ef7383a0%252Fimage_36491_1523264266.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
যে কারণে মাটিতে নামা প্রয়োজন
অবারিত গতি আর পাখির চোখে পৃথিবী দেখার মজা ঢের। কিন্তু তা ছেড়ে আকাশচারীও খোঁজে মাটির ছোঁয়া। বেলা শেষে পাখি খোঁজে নীড়। মানুষ খোঁজে তার আপনজন। শিকর, শিকড় ও শিখরের রয়েছে মেলবন্ধন। উচ্চতা যতই হোক, বৃক্ষের শিকড়ই সব। মহাসাগর যত বড় হোক, শিকরই (জলকণা) তার অকৃত্রিম অস্তিত্ব।
মানুষ নিজের যোগ্যতা ছাপিয়ে যত শীর্ষে যাক, দিন শেষে সে পরিবারের অংশ। মানুষ জন্মগতভাবে পৃথিবীর অন্যতম আদিম এ প্রতিষ্ঠানের সদস্য। সাময়িক এই সংঘ থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিলেও প্রান্ত বদলে আবার এমন সংঘই তাকে গড়ে নিতে হয়। এটা না পারলে বাধে যত বিপত্তি। দেখা দেয় হতাশা। পরিণতি ভয়ংকর, বেদনার।
- ট্যাগ:
- মতামত
- প্রত্যাহার
- যোগ্যতা