ফেব্রæয়ারি মাস মানেই বইমেলা। মুক্তধারার স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহা বইমেলার যে বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন তা আজ ডালপালা ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বইমেলা আজ বিদেশিদের কাছে এক বিস্ময়। আমাদের একুশের অন্যতম অর্জন এই বইমেলা। বাঙালির চেতনা ও আবেগকে ধারণ করে একুশের বইমেলা। বইমেলা আমাদের সাংস্কৃতিক উৎসব। ২০২০ সাল পর্যন্ত একুশের বইমেলা জমজমাটভাবে অনুষ্ঠিত হলেও ২০২১ সাল থেকে বইমেলা তেমন জমছে না, আর জমবেই বা কীভাবে? করোনা মহামারী কোনো উৎসবটাই বা আমাদের জাঁকজমকভাবে করতে দিচ্ছে? সবার মধ্যেই একটা ভয়। এই রে... এই বুঝি জনসমাগমে গিয়ে কোভিড আক্রান্ত হয়ে গেলাম!
You have reached your daily news limit
Please log in to continue
করোনার দিনগুলোতে বইমেলা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন