কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবু মহসিনের আত্মাহুতি এবং আমাদের সামাজিক অবক্ষয়

যুগান্তর মনজু আরা বেগম প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৩

একজন আবু মহসিনের আত্মাহুতি এ সমাজকে যেন আবার নতুন করে নাড়া দিয়ে গেল। এ মৃত্যু আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অশনিসংকেত। প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর ঘটনাটি ঝড় তুলেছে। দেশের ঘরেবাইরে সর্বত্র এ মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে। এরকম কত অস্বাভাবিক মৃত্যুই তো প্রতিদিন দেশের শহর, নগর বন্দরের আনাচে-কানাচে ঘটছে; কিন্তু ক’জনই বা এসব মৃত্যু নিয়ে কথা বলে, মাথা ঘামায় বা পত্রপত্রিকায় বক্তব্য-বিবৃতি দেয়?


কিন্তু জনাব মহসিনের মৃত্যুটা একটু ব্যতিক্রমী এজন্য যে, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজে তার একটা অবস্থান ছিল। শুধু তাই নয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত পরিকল্পিতভাবে লাইভে এসে তার একাকিত্ব, নিঃসঙ্গ জীবনের কথা, পরিবারের অবহেলা-অনাদর, কাছের মানুষদের দ্বারা প্রতারিত হওয়াসহ তার হতাশায় নিমজ্জিত জীবনের কথা বলে পৃথিবীর সব মানুষকে জানান দিয়ে গেলেন-অর্থসম্পদ, স্নেহ, ভালোবাসা, স্ত্রী, সন্তান কিংবা পরিবার একটা সময়ে এসে অর্থহীন হয়ে যায়। কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, সুপ্রতিষ্ঠিত সন্তান সবই মূল্যহীন। জীবনের একটা সময়ে এসে তিনি এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েন, বিষণ্নতায় ভোগেন যে, শেষ পর্যন্ত এ সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে আত্মহননের মতো জঘন্য এবং পাপের পথটি বেছে নিয়েছেন। তথ্যপ্রযুক্তির সৌজন্যে সারা পৃথিবীর মানুষ জেনে গেল, দেশের প্রবীণ তথা বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর পারিবারিক ও সামাজিক অবস্থানের বা অবক্ষয়ের কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও