You have reached your daily news limit

Please log in to continue


অফিস শুরু করলেন নারায়ণগঞ্জের তৃতীয়বারের সিটি মেয়র আইভী

আনুষ্ঠানিকভাবে অফিসের কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে নিজ কার্যালয়ে আসেন টানা তৃতীয়বারের মতো বিজয়ী মেয়র আইভী।

এ সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। কার্যালয়ে প্রবেশ করেই চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন মেয়র আইভী। পরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনের কারণে দীর্ঘ প্রায় দুই মাস কর্মবিরতির পর পুনরায় নিজের কার্যালয়ে এসে কর্মদিবস শুরু করেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবেন না বা আপস করবেন না। জনগণের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী কাজ করবেন। তিনি জানান, চলমান উন্নয়ন কাজের মধ্যে প্রথমেই ছয়টি মেগা প্রকল্পের কাজ শেষ করতে চান, যা প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন