৪২ কোটি টাকার সড়কবাতি, ২ মাসেই আলো গেছে কমে
সড়কবাতি লাগানোর দুই মাস যেতে না যেতেই আলো কমে গেছে। নগরকে আলোকিত রাখতে রংপুর সিটি করপোরেশন এলাকায় জার্মানির তৈরি সড়কবাতি লাগানোর কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের তৈরি বাতি লাগিয়েছে বলে অভিযোগ করেছে সিটি করপোরেশন।
এসব বাতি অপসারণের জন্য ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছে সিটি করপোরেশন। ঠিকাদারের দাবি, এসব বাতি জার্মানিরই। এ নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছে। এখন ৪২ কোটি টাকা ব্যয়ে সড়কবাতি স্থাপন নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ সূত্র আরও জানায়, ৩৩ ওয়ার্ড এলাকায় ৬ হাজার ৬০০ বৈদ্যুতিক খুঁটি ও ৭ হাজার ৭০০টি এলইডি বাতি লাগানোর কথা। প্রতিটি বাতি ৩৬ থেকে ৬০ ওয়াট হওয়ার কথা। বৈদ্যুতিক বাতিগুলো জার্মানি অথবা ফ্রান্সের তৈরি হতে হবে—দরপত্রে তেমনটি উল্লেখ আছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ত্রুটিপূর্ণ
- সড়ক বাতি