ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল নিয়ে কী হচ্ছে?

প্রথম আলো মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৩

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে নানা তর্ক-বিতর্ক চলছে। প্রধানত দুটি বিষয়কে ঘিরে চলছে তর্ক—এ সিদ্ধান্ত কতটা শিক্ষার্থীবান্ধব আর উচ্চশিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কতটা গণতান্ত্রিক।


পরীক্ষা বাতিলের পক্ষ-বিপক্ষের সাতকাহন  


প্রথম তর্কের এক পক্ষের দাবি হলো ঘ ইউনিটের পরীক্ষা বাতিল হলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি কমবে। তাঁরা এই ইউনিটের পরীক্ষায় না বসেও বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন! ধরা যাক, আমিনা ক ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উদ্ভিদবিদ্যা পেলেন, কিন্তু তাঁর আগ্রহ নৃবিজ্ঞানে। সে ক্ষেত্রে তিনি নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারবেন, যদি বিজ্ঞান শাখা থেকে ভর্তির আসনসংখ্যা পূরণ না হয়ে যায়। কাজেই এতে শিক্ষার্থীদের লাভ। বিপরীত পক্ষের দাবি হলো, ঘ ইউনিট তুলে দিলে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সংকুচিত হচ্ছে। কেননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। ফলে সামাজিক বিজ্ঞান অনুষদ পরিচালিত ভর্তি পরীক্ষাটি না থাকলে প্রায় ১ লাখ শিক্ষার্থীর কেউ তাঁর নিজস্ব ইউনিটে যেমন বিজ্ঞানের শিক্ষার্থী ক ইউনিটে বা কলার খ ইউনিটে সুযোগ না পেলেও ঘ ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা যাচাই করার সুযোগ পাচ্ছেন না আর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও