কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগে গ্যাস, পরে বিদ্যুতের দাম নিয়ে গণশুনানি

কালের কণ্ঠ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৪

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়ে গণশুনানির তারিখ নির্ধারণ করতে আজ রবিবার বৈঠক হচ্ছে। বৈঠকে গণশুনানির চূড়ান্ত তারিখ ঠিক করা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল।


বিইআরসির চেয়ারম্যান কালের কণ্ঠকে বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এলেও এখন মূলত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি হবে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিষয়টি পরে দেখা হবে।


কমিশনের সদস্য মোহাম্মদ বজলুর রহমান বলেন, কমিশন আগে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের সমাধান করতে চায়। গ্যাসের দাম সমন্বয় হলে তার প্রভাব বিদ্যুতের ওপরও পড়বে। গ্যাসের দরের বিষয়ে একটি ধারণায় পৌঁছা গেলে তখন বিদ্যুতের প্রস্তাবের প্রক্রিয়া শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও