যুক্তরাজ্যে টিকা নেওয়াদের ওপর ভ্রমণ বিধিনিষেধ উঠল
টিকা দেওয়া ব্যক্তিরা করোনাভাইরাস শনাক্তের কোনো পরীক্ষা ছাড়াই যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন। গতকাল শুক্রবার থেকেই এ বিধান কার্যকর হওয়ার কথা। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দুই বছর ধরে বিদ্যমান বিধি-নিষেধগুলোর একটি চূড়ান্তভাবে বাতিলের পর এ সিদ্ধান্ত এসেছে।
যুক্তরাজ্যের বাসিন্দা ও বিদেশি ভ্রমণকারীদের মধ্যে যেকোনো স্বীকৃত টিকার কমপক্ষে দুই ডোজ নেওয়া ব্যক্তিরা ‘প্যাসেঞ্জার লোকেটর’ পূরণ করার মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।