নিরীহ প্রাণীর জন্য শোকগাথা, জড়িতদের ধিক্কার
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণীর প্রতি অশুভ মহলের কুনজর পড়েছে। এই অশুভ মহলের কুনজরে পড়ে একে একে মৃত্যুমুখে পতিত হচ্ছে প্রাণীকুল। এ পর্যন্ত ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর করুণ মৃত্যু হয়েছে। এসব প্রাণীর জন্য আমার শোকগাথা আর ওই অশুভ মহলের জন্য অযুত-নিযুত ঘৃণা, ধিক্কার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এসব নিরীহ প্রাণীর অপমৃত্যু, করুণ মৃত্যুর প্রতিবাদে হচ্ছে না কোনো মানববন্ধন, মিছিল, প্রতিবাদ সমাবেশ, সংবাদ সম্মেলন। উল্টো মানুষ নীরবে এসব প্রাণীর অপমৃত্যুর ঘটনা প্রত্যক্ষ করেছে। এমনকি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ কিছুটা শাস্তি, বদলি, সাময়িক সাসপেন্ড আর দায়সারা গোছের তদন্ত কমিটি করেই ঘটনার দায় শেষ করতে চাইছে।
- ট্যাগ:
- মতামত
- প্রাণী
- প্রাণী জগত
- প্রাণীজগৎ
- বিলুপ্ত প্রাণী