সর্বস্তরে বাংলা : আর কত অপেক্ষা?
ফেব্রুয়ারি। মাতৃভাষা বাংলাকে যথার্থ মর্যাদাদানে বিপুল রক্তের সমাহারে বিসর্জন-অর্জনের শোকাবহ-গৌরবোজ্জ্বল মাস। পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে এমন রক্তঝরা অন্দোলন আর কোথাও হয়নি। ফেব্রুয়ারির আগমনে বাঙালি জাতি চেতনার নতুন স্পন্দনে জাগ্রত হয়ে অশুভ শক্তির বিনাশে কঠিন ব্রত গ্রহণ করে থাকে।
এ মাসে সর্বক্ষেত্রে বাংলাকে প্রকৃত অর্থেই প্রচলিত করার উদ্দেশ্যে নানামুখী অঙ্গীকার আমরা শ্রবণ করে থাকি। প্রায়োগিক ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে বিশ্লেষণ সময়ের গুরুত্বপূর্ণ দাবি। গত ৭ ফেব্রুয়ারি গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘বাংলা ভাষা প্রচলন উদ্যোগ’ নামে একটি সংগঠন বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে নামফলকের উপরে ৬০ ভাগ বাংলা ও নিচে ৪০ ভাগ অন্য যে কোনো ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে। এ ধরনের বাংলা ভাষার প্রচলন কাসুন্দি আর কতদিন পর্যালোচনার বিষয় হবে-এটাই দেশবাসীর প্রশ্ন।