পদ্মা রেল সেতুর জরুরি সিঁড়ি নিয়ে জটিলতা

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০১

দুর্ঘটনা বা অনিবার্য প্রয়োজনে পদ্মা রেল সেতুর ওপর থেকে যাত্রীদের নিচে নেমে আসার জন্য সিঁড়ি তৈরির চলমান কাজ বন্ধ করতে চিঠি দিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক। রেল সংযোগ প্রকল্পের পরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, পদ্মা সেতুর দুই কিলোমিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এতে পদ্মা সেতু ঝুঁকিতে পড়বে।        


পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের পরিচালককে গত মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়।গতকাল বুধবার তাঁরা পদ্মা সেতু কর্তৃপক্ষকে এর জবাব দিয়েছেন। তাতে বলা হয়েছে, সেতুর নকশাতেই এই বিশেষ সিঁড়ির অনুমোদন আছে। এতে মূল সেতু ঝুঁকিতে পড়ার কোনো আশঙ্কা নেই।


রেল সংযোগ প্রকল্প সূত্র জানায়, রেল সেতুর জাজিরা প্রান্তে দুটি এবং মাওয়া প্রান্তে একটি জরুরি নির্গমন সিঁড়ি তৈরি করা হচ্ছে। অর্থাৎ প্রতি দুই কিলোমিটার পর একটি সিঁড়ি থাকবে রেল সেতুতে। এর অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। পদ্মা সড়ক সেতুর মূল অংশেও দুটি জরুরি নির্গমন সিঁড়ি আছে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও